Philosophy and Economics
ব্রেটন উডসঃ কিভাবে তৈরি হলো আজকের অর্থনৈতিক ব্যবস্থা?
কখনো কি চিন্তা করে দেখেছেন, আপনার টাকার বিপরীতে কিভাবে চাইলে আপনি ডলার, রূপি, পাউন্ড প্রভৃতি মুদ্রা মানি এক্সচেঞ্জ অথবা ব্যাংকের মাধ্যমে পরিবর্তন করে নিতে পারছেন? কিভাবে সেই পরিবর্তিত মুদ্রা দিয়ে বিদেশের মাটিতে প্রয়োজনীয় ক্রয় করতে পারছেন? তার চেয়ে বড় কথা, এই যে একশত টাকার বিনিময়ে আপনি বিভিন্ন মানের ডলার, রুপী অথবা পাউন্ড পাচ্ছেন, এর বিনিময় মূল্য টা নির্ধারণ করে কে? এই মূল্য আবার বাড়ে অথবা কমেই বা কেন? প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।আধুনিক আন্তর্জাতিক অর্থনীতি ব্যবস্থার মাইলফলক হিসেবে বিবেচনা করা হয় ব্রেটন উডস ব্যবস্থা কে। ১৯৪৪ সালের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অংগরাজ্যের ব্রেটন উডস নামক স্থানে ৪৪ টি দেশের প্রতিনিধিগণ বসে নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থার রূপরেখা তৈরি করেন।
by
Hosnain R. Sunny
20/04/25 11:30:15